উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখার কারণ জানালেন জবি ছাত্র

ফেসবুকে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবি
ফেসবুকে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবি  © ফাইল ছবি

উত্তরপত্রে ‘‘আজকে আমার মন ভালো নেই’’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আসলেই ভালো নেই। সাম্প্রতিক ঘটনায় আরও বেশি ভেঙে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে মানসিক এবং পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানো নোটিশের জবাবে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা জানান।

জবাবে মন ভালো না থাকা জবি ছাত্র বলেন, করোনার মধ্যে দীর্ঘ সময়ে একা থাকাসহ নানা কারণে আমি মানসিক চাপ ও প্রচণ্ড একাকীত্বের মধ্যে ছিলাম। আমার পরিবার ও বেশকিছু বন্ধু-বান্ধবও বিভিন্ন সময়ে আমার এই পরিবর্তনের ব্যাপারে বলেছে। এখন এই বিষয়টা এইভাবে প্রকাশের পর আমি আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়েছি।

তিনি বলেন, আমি পরীক্ষার হল থেকে কোনো বিশেষ কারণ বা সুনির্দিষ্ট কোনো কিছু চিন্তা করে অতিরিক্ত উত্তরপত্রটি নেইনি। ওই উত্তরপত্রটি আমার কোন পরীক্ষার সরাসরি কোন অংশও ছিলো না। গত ১২ থেকে ১৫ মে তারিখে আমার প্রথম মিডটার্মের যেকোন একটা কোর্সের পরীক্ষা শেষে বের হওয়ার সময় অতিরিক্ত উত্তরপত্রটি ক্লাসের একটি টেবিলের উপরে পড়ে থাকতে দেখি এবং উত্তরপত্রটি অপ্রোয়জনীয় ভেবে কোনো কিছু চিন্তা না করে আমি বাসায় নিয়ে আসি।

‘‘আমি আমার কোনো সম্মানিত শিক্ষকের স্বাক্ষর জালিয়াতিও করিনি কিংবা জালিয়াতির কথা চিন্তা করেও স্বাক্ষরটি করিনি। স্বাক্ষরটির সাথে আমার সম্মানিত কোনো শিক্ষকের স্বাক্ষরের কোনো মিল নেই।’’

আরও পড়ুন: শিক্ষার্থী খাতায় কেন ‘মন ভালো নেই’ লিখেছে, জানতে চাইছে জবি

উত্তরপত্রে ‘‘স্যার, আজকে আমার মন ভালো নেই’’—লেখাটি তিনি নির্দিষ্ট কিছু চিন্তা না করে শুধুমাত্র মজার ছলে তার ফেসবুকে পোস্ট করেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই (এক ঘন্টা) আমার কাছে বিষয়টি ঠিক মনে হয়নি এবং তখনই পোস্টটা ডিলিট করে দেই। কিন্তু বিষয়টা পরে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আসলে আমি কল্পনাতেও ভাবিনি যে বিষয়টা শেষ পর্যন্ত এতো মারাত্মক আকার ধারণ করে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার বিশ্ববিদ্যালয়ের সম্মানে এভাবে প্রভাব ফেলবে।

তবে, তিনি এখন অনুধাবন করতে পেরেছেন যে, মিডটার্ম পরীক্ষা শেষে পাওয়া ওই অতিরিক্ত উত্তরপত্রটি বিভাগে জমা না দিয়ে বাসায় নিয়ে আসা তার সমীচীন হয়নি। একইসঙ্গে ওই শিক্ষার্থী স্বীকার করেন যে শুধুমাত্র মজার ছলে উত্তরপত্রটিতে স্বাক্ষরসহ এইসব লিখে ফেসবুকে পোস্ট করাটাও তার অপরাধ হয়েছে।

এখন এই ভুলের জন্য অত্যন্ত অনুতপ্ত প্রকাশ করেছেন জবির এ শিক্ষার্থী। নিজের ভুল বুঝতে পেরে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সম্পর্কে সম্যক ধারণা কম থাকায় মানবিক দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওই শিক্ষার্থীর ব্যাপারে তদন্ত চলছে। তারপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ২৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। উত্তরপত্রে ওই শিক্ষার্থী লেখেন ‘‘স্যার আজকে আমার মন ভালো নেই’’। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ছবি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরস সৃষ্টি করলে বিষয়টি নিয়ে প্রশাসন তৎপর হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence