বন্যার্তদের পাশে দাঁড়াতে টিএসসিতে কনসার্ট, গাইবে সব বিখ্যাত ব্যান্ড

টিএসসি
টিএসসি  © সংগৃহীত

সিলেটের বন্যার্ত মানুষদেরকে সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সকল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন গুলো কনসার্টের উদ্যোগ নিয়েছে। আগামী ২৭ ও ২৮ জুন টিএসসির সবুজ চত্বরে আয়োজিত হবে 'বন্যার্তদের জন্য কনসার্ট'। যার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

কনসার্ট থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সহায়তার প্রয়াসে। দেশের বিখ্যাত সব ব্যান্ড দল তাদের সংগীত পরিবেশন করবেন টিএসসির মাঠে। 

জানা গেছে, দুই দিনের কনসার্টের জন্য টিকিটের শুভেচ্ছা মূল্য মোট ৩০০ টাকা। চাইলে টিকেটের মূল্য থেকেও বেশি অর্থ প্রদান করার সুযোগ থাকছে। যার পুরোটাই বন্যার্তদের সহায়তায় ব্যবহার করা হবে। টিকেট অনলাইনে ও অফলাইনে কেনা যাবে। অফলাইনে টিকিট সংগ্রহ করা যাবে টিএসসির নিচতলায় প্রবেশ গেইট থেকে।

আরও পড়ুন: ছুরিকাহত ঢাবি শিক্ষার্থী আইসিইউতে, আহত আরো একজন।

কনসার্টে যেসব ব্যান্ড দল থাকছে- ওয়ারফেজ, আর্ক, ভাইকিংস, আভাস, সহজিয়া, সোনার বাংলা সার্কাস, কৃষ্ণপক্ষ, সর্বনাম, আপেক্ষিক, ইনডালো, পেন্টাগন, ক্র‍্যাক প্লাটুন ও রাজত্ব ইত্যাদি। 

আরও যেসব তারকারা থাকছেন তারা হলেন: মেহরিন, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, নবীন খান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence