জবিতে রোভারের সাবেক সভাপতিকে ছাত্রলীগের মারধর

আহত জবি শিক্ষার্থী
আহত জবি শিক্ষার্থী   © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার ইন কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবিবকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। আহত আহসান হাবিবকে গুরুতর অবস্থায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার রোভার ইন কাউন্সিলের নির্বাচন শেষে ডেন থেকে বের হন কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবিব। ডেন থেকে বের হয়ে ক্যাম্পাসের মূল ফটকে আসলে ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান মুন্নার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা আহসান হাবিবের মানিব্যাগ নিয়ে যায়।

আহসান হাবিবকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় জড়িতরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার একটু আগে আহসান হাবিব বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আসলে ছাত্রলীগ কর্মীরা তার ওপর অতর্কিত হামলা করে। হামলার সময় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মুন্না, ঈসাসহ ৮-১০ জন অংশ নেয়। এ সময় তারা লোহার হাতল দিয়ে আহসান হাবিবকে আঘাত করে। ঘটনার সময় রোভার স্কাউটের সদস্যরা ঠেকাতে আসলে তাদেরকে বাঁধা দেয়। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, আমি ব্যাপারে কিছু জানি না। কাকে মারছে, কারা মারছে। একটু আগেও প্রক্টরের সাথে কথা বলেছি, উনিও কিছু বলেনি। আমি খোঁজ নিচ্ছি। 

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বলেন, বিষয়টি আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন। তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এতে করে সার্বিক সংগঠন ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি৷ আগামীকাল লিখিত অভিযোগ দিবে। তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে রোভার স্কাউটের সদস্যরা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence