রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বাঙলা কলেজ শিক্ষার্থীর
- বাঙলা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০১ মে ২০২২, ১২:১৫ AM , আপডেট: ০১ মে ২০২২, ১২:১৫ AM
রাজধানীতে প্রজাপতি নামক একটি বাসের ধাক্কায় সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের মো. নুরুল আমিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর ৩টার দিকে মিরপুর-২ এর জার্মান টেকনিক্যালের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় পরিবার থেকে মামলা করা হয়েছে। নিহতের মরাদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি।
জানা যায়, নিহত শিক্ষার্থী সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের (১৩-১৪) সেশনের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময়ে তিনি একটি বাইকের পাঠাও যাত্রী হিসেবে ছিলেন। পেছন থেকে প্রজাপতি পরিবহন বাইকটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদশী ও বাঙলা কলেজ শিক্ষার্থী মোহামিনুল হক রাহাত জানান, ঘটনার পর রাস্তায় নুরুল আমিনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। মগজ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো, মাথা থেকে প্রচুর রক্ত রাস্তায় গড়িয়ে পড়ছিলো, হেলমেট পরিহিত অবস্থায় পুরো মাথাসহ মুখ থেতলানো ছিলো। এই হৃদয় বিদারক দৃশ্য ভুলবার নয়। আল্লাহ্ তায়ালা তাকে জান্নাতবাসী করুক।