খুবি শিক্ষকদের বহনকারী বাসে পিকআপের ধাক্কা

পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস
পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের বহনকারী একটি বাসের সঙ্গে খুলনা নগরীর হোপ পলিটেকনিক ইন্সটিটিউটের কাছে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনাডাঙা মডেল থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানিয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, বাসটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অবস্থান করছিলেন। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ‘খুলনা মেট্রো-ঝ-১১-০০২৪’ নম্বরের গাড়িটি বেলা ৩টা ৪০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। সোনাডাঙা বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি পিকআপ ভ্যানের সাথে বাসটির সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মোংলা বন্দরের চেয়ারম্যানের গাড়ির বহরের সাথে পিকআপ ভ্যানটিও আসছিল। ভ্যানটি বিশ্ববিদ্যালয়ের বাসটিকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। এরপর আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের লোকজন উল্টো বিশ্ববিদ্যালয়ের বাসচালককে হুমকি-ধমকি দেয়। 

আরো পড়ুন: ঈদে হল খোলা রাখার দাবি খুবি শিক্ষার্থীদের

এ বিষয়ে জানতে চাইলে খুবির পরিবহণ পুলের নির্বাহী প্রকৌশলী মো. ফারুকুজ্জামান দাড়িয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সোনাডাঙা মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পিকআপ ভ্যানটির নম্বর না জানায় মামলা করা যায়নি।’ 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘এখনো এ বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে বলতে পারব।’


সর্বশেষ সংবাদ