ঢাবির পর এবার আলিয়ার শিক্ষার্থীদের নীলক্ষেতে অবস্থান

১৯ এপ্রিল ২০২২, ০৩:০৪ PM
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মিছিল

আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মিছিল © টিডিসি ফটো

ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন সরকারি মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। এর আগে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীরা

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বকশি বাজার থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

এসময় তাদের শিক্ষার্থীরা ‘‘ঢাকা কলেজ, ঢাকা আলিয়া! ভাই ভাই, ভাই ভাই, আমরা যাচ্ছি তোমরা চলো, ঢাকা কলেজ রক্ষা করো, ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।’’

শিক্ষার্থীরা বলছেন, ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংহতি জানিয়ে,ঢাকা কলেজ অভিমুখে ঢাকা আলিয়ার এই সংহতি মিছিল।

আরও পড়ুন: ঢাকা অচল করে দেয়ার হুমকি সাত কলেজের শিক্ষার্থীদের

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহমুদ বলেন, গতকাল রাত থেকেই আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর ব্যবসায়ী ও পুলিশ চড়াও হয়েছে। আমরা চাইনা কোন ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক। সবসময়েই আমরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে আছি ও থাকব।

প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের শুরু হয়।

জানা যায়, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে নিউমার্কেট এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১০টার পর আবারও সংঘর্ষ শুরু হয়।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬