বেরোবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২২, ০৮:৪৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেরোবিসাসের উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেরোবিসাসের উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর রসায়ন বিভাগের গ্যালারী রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি সৌম্য সরকার। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, নীলদলের সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মন্ডল, সহকারী প্রক্টর বেলাল উদ্দিন, উপ-রেজিস্ট্রার জাহিদুর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী পরিচালক এহতেরামুল হক প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে প্রতিনিধিত্ব করে। সাংবাদিকদের লেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক নানা খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি থাকলে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা উঠে আসে।

আলোচনা শেষে সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি সৌম্য সরকার।

উল্লেখ্য, ইফতার মাহফিলে সাংবাদিক সমিতির সদস্যরা ছাড়াও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬