কটকা ট্রাজেডি

খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস কাল

খুলনা বিশ্ববিদ্যালয় কটকা স্মৃতিসৌধ
খুলনা বিশ্ববিদ্যালয় কটকা স্মৃতিসৌধ  © টিডিসি ফটো

আগামীকাল ১৩ মার্চ (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এইদিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন শিক্ষার্থী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।

শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ, সকাল ১০টা ১৫ মিনিটে শোক র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ, বেলা ১০টা ৪৫ মিনিটে আলোচনা ও দোয়া অনুষ্ঠান এবং বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন।

এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রদীপ প্রজ্বালন এবং সন্ধ্যা ৭টায় আর্কিটেকচার ডিসিপ্লিনের আয়োজনে শোকসভা ও স্মৃতিচারণ (অফলাইন ও অনলাইন)।

আরও পড়ুন: ফিরে আসেনি ওরা এগারোজন

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন- আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

সে থেকে প্রতিবছর এই দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!