একুশে পদক আমার সবচেয়ে বড় প্রাপ্তি: এমএ মালেক
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৪:১৮ PM , আপডেট: ০৮ মার্চ ২০২২, ০৪:১৮ PM
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক বলেছেন, একুশে পদক আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। কেননা যখন আমি মারা যাবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া লাল সবুজের পতাকা আমার কফিনে স্থান পাবে।
মঙ্গলবার (৮ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও জার্মানির ডয়েচে ভেলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আইডিয়া মাথার মধ্যে না রেখে সেটাকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে না পারলে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন।
আরও পড়ুন: গবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
দুইব্যাপী আয়োজিত সাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী পর্বে চবি সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল হকের সভাপতিত্বে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ডয়েচে ভেলের প্রোগ্রাম ডাইরেক্টর প্রিয়া ইসেলবর্ণ প্রমুখ উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী আয়োজিত এ কর্মশালা ৮ ও ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী চলবে। এতে দেশের সুনামধন্য সাংবাদিকবৃন্দ তাদের অভিজ্ঞতা আদান প্রদান করবেন। পুরো বাংলাদেশ থেকে ৩৬ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।