৭ মার্চের ভাষণেই নিরস্ত্র বাঙালি স্বাধীনতার স্বপ্ন বুনেছিল: অধ্যক্ষ সেলিম

ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভা।
ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভা।  © সংগৃহীত

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেই বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন বুনেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে নিরস্ত্র বাঙালি হাতে অস্ত্র তুলে নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল।

সোমবার (৭ মার্চ) ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা পেয়েছিল। আমি ছোট থাকতে দেখেছি ৭ মার্চের পরে ফেনী, কুমিল্লা, আগরতলায় গ্রামের প্রাইমারি স্কুল মাঠে ‘জয় বাংলা' বাণীর প্রকাশ্যে স্লোগান ও সভা সমাবেশ শুরু হয়ে ছিলো। বঙ্গবন্ধুর ভাষণই পরবর্তী সময়ে নিরস্ত্র বাঙালির বুকে সাহস সঞ্চার করেছিল।

আরও পড়ুন: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মোহসেন উদ্দিন ফিরোজ, ভাস্কর জাহানারা পারভীন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।

আলোচনা সভায় অংশ নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কুদ্দুস সিকদার বলেন, আব্রাহাম লিংকনসহ মার্টিন লুথার কিং যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেসবে রাষ্ট্রীয় কোনো ধরনের চাপ ছিলো না। জনগণের ভিতর থেকে তীব্র প্রতিবাদের কোনো সম্ভাবনাও ছিলো না। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেখানে আন্তর্জাতিক পরাশক্তিগুলো ছিলো তার বিপক্ষে। পাকিস্তানের মতো একটি শক্তিশালী রাষ্ট্র, সামরিক বাহিনী ছিলো তার বিপক্ষে। এই জন্যই এই ভাষণটিকে বাঙ্গালী জাতির মুক্তির সনদ হিসেবে আমরা বলতে পারি।

তিনি আরও বলেন- একজন সঙ্গীত শিল্পী যখন গান করেন তিনি ,সুর ,তাল সব কিছু ঠিক রেখেই সেটি সম্পাদন করে ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণটিতে ও সুর ,তাল , ঠিক দেখতে পাই।

আরও পড়ুন: যুদ্ধের রেশ শেয়ারবাজারে, বছরের সর্বোচ্চ দরপতন

ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন আলোচনা সভায় অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধু তার এই ভাষণের মাধ্যমে সমগ্র জাতি তথা গ্রাম বাংলার কামার কুমার, কৃষক থেকে বাঙ্গালীর নব্য এলিট শ্রেণী সবাইকে অনুপ্রাণিত করেছেন । তিনি সবার কাছে স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিলেন।

অনুষ্ঠানের পর ঢাকা কলেজ প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদ ঢাকা কলেজের আট শিক্ষার্থীর স্মৃতিফলক উদ্বোধন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence