কুবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হবে সশরীরে ক্লাস। আর আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ২২ তারিখ সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়া হবে।

প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘আমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা ২৭ তারিখ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারব।’

প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জানুয়ারি এক জরুরি সভায় হল খোলা রেখে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সশরীরে পরীক্ষা চলমান রাখা হয়।

 

বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬