জবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৪ PM
জবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি।

জবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি। © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামি ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস চালু করা হবে। ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডীনস্ কমিটি’র সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামি ২২ ফেব্রুয়ারি থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হবে। পাশাপাশি চলমান সেমিস্টার পরীক্ষাও যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে মঙ্গলবার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে করোনা সংক্রমণ রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর আরও একধাপে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। যা শেষ হচ্ছে আগামি ২১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ব্রাজিলে মৃত্যু ছাড়িয়েছে ১০৪

প্রসঙ্গত, আজ বেলা ১১টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আগামি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু করার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ যারা নেবেন না তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবেন। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬