বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু

২২ জানুয়ারি ২০২২, ০৯:২০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোয় ২০২২ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তি শুরু হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছুরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এসব কোর্সের ক্লাস শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

২০২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অনুমোদিত ও তালিকাভুক্ত (ডেপুটেশন প্রাপ্ত) শিক্ষকরা তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় প্রাধিকার ভিত্তিতে সরাসরি ভর্তির সুযোগ পাবেন।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগে মেধা-যোগ্যতার যাচাই হয় না: আনু মুহাম্মদ 

ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।

ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master's Tab Blank [Data Entry Form (Masters Prol.) অপশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএম), ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।

বিপিএড কোর্সে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে শিক্ষকদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড) কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএড/বিএ/বিএমএ পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবরে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষোভ

২০২২ শিক্ষাবর্ষে স্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা ২.২৫ জিপিএ পেতে হবে। ব্যাচেলর অব ল (এলএলবি) শেষ পর্বে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এলএলবি ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9