২১ মাস পর খুলল ইবির ক্যাফেটেরিয়া
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:২৯ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৮ PM
দীর্ঘ ২১ মাস পর খুলে দেয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর ক্যাফেটেরিয়ায় নাস্তার খাওয়ার সঙ্গে সঙ্গে খুনসুটি আর আড্ডা দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ জানুয়ারি) ক্যাফেটেরিয়া পূর্বের ন্যায় সকাল ও দুপুরের খাবার সরবরাহ করা হয়।
আরও পড়ুন: ডাক্তারদের গবেষণার জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছি: প্রধানমন্ত্রী
ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ জানায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় খাবারের রেট আগের থেকে অল্প কিছু বাড়তে পারে। সকালের নাস্তা হিসেবে থাকছে খিচুড়ি, রুটি/পরটা, ডিম ভাজি, সবজি অথবা ভর্তা। দুপুরে থাকছে দুই ধরণের মাছ ও মুরগি, ডিম এবং গরুর মাংস।
বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ইমরান বলেন, অনেকদিন পর ক্যাফেটেরিয়ায় বন্ধুদের সাথে আড্ডা দিতে পেরে ভাল লাগছে। এখানে বহু মধুর স্মৃতি জমে আছে। আবারও এটি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় বন্ধের চেয়ে স্বাস্থ্যবিধি মানা সর্বোত্তম: ঢাবি ভিসি
টিএসসির উপ-রেজিস্ট্রার সুদেব কুমার দেবু বলেন, করোনার জন্য দীর্ঘদিন ক্যাফেটরিয়া বন্ধ ছিলো। ক্যাম্পাস খুললেও ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের জন্য ক্যাফেটরিয়া খোলা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজ থেকে চালু করা হয়েছে।