জবিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  হাতিরঝিলের প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নবীনদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ওই শিক্ষার্থীর মরদেহ।

নিহত শিক্ষার্থীর নাম মো: তৌসিফ (২১)। তার বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম মেজবাহ উদ্দিন। হাতিরঝিল মহানগর প্রজেক্টের ১৯০ নম্বর বাসার ৮ নম্বর রোডের পাঁচ তলায় থাকতেন সে।

বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে মহানগর প্রজেক্টের ওই বাসায় যাই। এসময় ভবনের পাঁচতলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের ঢাবির হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত আসছে

বাসার লোকজনের বরাত দিয়ে এসআই আরও বলেন, ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ