ইবি ভর্তির আবেদনের সময় বেড়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাঁচদিন বাড়িয়ে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া। পাশাপাশি বিষয় পছন্দের সময়ও আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এ আবেদন প্রক্রিয়ায় অংশ নেবেন।

আজ বুধবার (৮ ডিসেম্বর) রাতে ইবির তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়।

শিক্ষার্থীরা (http://www.iu.ac.bd/admission) এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ভর্তির যোগ্যতা বিষয়ক নির্দেশিকা ও অন্যন্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ জানা যাবে।

এর আগে গত (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। সেখানে গত ২৮ নভেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সময়সীমা উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ