পিঠাপুলি ও নাচে-গানে কুবিতে হেমন্ত উৎসব
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৫:২৭ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ০৫:৪৩ PM
পিঠাপুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে হেমন্ত উৎসব। সোমবার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এ উৎসব পালন করা হয়।
বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা ও মাহবুব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, প্রভাষক মাহমুদুল হাসান, অর্ণব বিশ্বাস ও আলী আহসান।
উৎসবে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন। পাশাপাশি ভাঁপা পিঠা, চিতই পিঠাসহ নানান ধরনের পিঠা পরিবেশন করা হয়। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই পিঠা উৎসব।
উৎসব নিয়ে আনন্দ প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া ভূঁইয়া রিমি বলেন, 'করোনার দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটাই আমার প্রথম উৎসব। বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পর থেকেই পরীক্ষার চাপে যখন ক্লান্ত লাগছিলো, ঠিক এ সময়ে এই উৎসবের বেশ প্রয়োজন ছিলো। এছাড়া দর্শকের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো ছিলো। সব মিলিয়েই সবাই অনেক বেশি উপভোগ করেছি অনুষ্ঠানটি।'
হেমন্ত উৎসবের অনূভুতি প্রকাশ করে বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী টুম্পা আফরোজা বলেন, কতদিন এমন উৎসবমুখর দিন কাটাই নি! হেমন্ত উৎসবের মধ্য দিয়ে যেন প্রাণ ফিরে পেলাম। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধের পর এমন উৎসবের সত্যিই প্রয়োজন ছিলো। ক্যাম্পাস জীবনের শেষ কিছুদিন এমন উৎসবমুখর পরিবেশে আনন্দ নিয়ে কাটাতে চাই।