জবির কেন্দ্রীয় লাইব্রেরীর ক্যাটালগে বই থাকলেও শেলফে দেখা মেলে না

জবির কেন্দ্রীয় গ্রন্থাগার
জবির কেন্দ্রীয় গ্রন্থাগার  © টিডিসি ছবি

তৎকালীন কলেজ থেকে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নানা প্রতিকূলতা থাকলেও প্রশাসনের প্রচেষ্টায় নানাবিধ সমস্যা উত্তরণ করে ধীরে ধীরে আধুনিক এবং নতুন রূপে আবর্তন করেছে পুরান ঢাকার ঐতিত্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা মুখী জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার।

তবে পুরান ঢাকার ঐতিত্যবাহী বিদ্যাপীঠের কেন্দ্রীয় গ্রন্থাগার নিয়ে শিক্ষার্থীদের রয়েছে নানাবিধ অভিযোগ।

শিক্ষার্থীদের অভিযোগ সাত সাগর পাড়ি দেওয়ার মতই আমাদের লাইব্রেরির দরজা পাড়ি দিতে হয়। দরজা পার হয়ে ভেতরে ঢুকলেই নিয়ম দেখে মনে হয় আমি লাইব্রেরিতে না কোন নিয়মের গ্যাড়াকলে এসে পড়েছি। কেন্দ্রীয় লাইব্রেরীতে বই নিয়ে প্রবেশ করা যায় না, এদিকে ক্যাটালগে বই থাকলেও শেলফে বই থাকে না আবার ক্যাটালগে বই খুজতেই চলে যায় ২০-২৫ মিনিট, বিভাগ ভিত্তিক বই সাজানো থাকে না, লাইব্রেরি কার্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না হলে প্রবেশ করা যায় না। এছাড়াও গ্রন্থাগারের কর্মচারীদের খারাপ ব্যবহার তো রয়েছেই।

তথ্য অনুসারে, কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট পুস্তক সংখ্যা ৩১ হাজার ৬০০ যা প্রয়োজনের তুলনায় অপার্যপ্ত। সুনামধন্য ৮ টি পাবলিশার্স এর প্রকাশনায় ই-বুকস এর সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৪০০। ই-জার্নালের সংখ্যা ৪৪ হাজার ১০০। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ই-লাইব্রেরি সেবা চালু হয় ২০১৫ সালের ৩ মার্চ। এবং ই-লাইব্রেরির জন্য ল্যাপটপ আছে ১০৩টি। গবেষণা কাজের জন্য প্রিজার্ভ পত্রিকা ৯টি। রেফারেন্স বই ১ হাজার ৪৮০ টি, পিরিউডিক্যাল বই ২ হাজার ৪০৫ টি। রেফারেন্স শাখায় জার্নাল ১ হাজার ১০১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ১ হাজার ৬৭২টি। কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের ৩৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য চারটি গবেষণা কক্ষ এবং ৩৫০ টি আসন আছে।

শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের এক শিক্ষার্থী বলেন, কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের সরাসরি বই নেওয়াতে এক্সেস থাকার সুবিধা থাকতে হয়। কিন্তু আমাদের আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে নিয়ম অনুসরণ করে বই পেতে পেতেই সময় চলে যায়৷। প্রথমে ক্যাটালগ থেকে বইয়ের প্রথম অক্ষর অনুসারে অনেক বই থেকে নিজের পছন্দের বইয়ের নাম বের করতে হয়। তারপরে ওটার ক্যাটালগ নাম্বার লিখে গ্রন্থাগারে গিয়ে জমা দিতে হয়। আবার লাইব্রেরির কর্মচারী কতৃক ক্যাটালগ অনুসারে বই খুঁজে দেয়া। অনেক সময় তো ক্যাটালগে বই থাকলেও বই খুজতে গিয়ে ৩০-৪০ মিনিট পার করে এসে দায়িত্বরতরা বলেন বই নেই।

গ্রন্থগারের নিয়মিত একজন শিক্ষার্থী জানান, আমাদের লাইব্রেরীতে পর্যাপ্ত বই নেই, আমাদের ও বই নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না, এজন্য আমরা অনেক সময় বই কয়েকটি ভাগে কেটে নিয়ে গ্রন্থাগারে প্রবেশ করতে হয়।

শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গ্রন্থাগারে পর্যাপ্তসংখ্যক বই কেন? এমন প্রশ্নের জবাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক এনামুল হক বলেন, বই কেনার এখতিয়ার আমাদের আছে তবে এখানে বই কেনার বাজেট ডিপার্টমেন্ট গুলোতে ভাগ করে দেওয়া হয় সেখান থেকে প্রতি বিভাগ থেকে ৩ কপি কেনা হয় এবং আমাদের দুই কপি বা এক কপি দেওয়া হয় তবে অনেক সময় আমরা তাও পাই না।

গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের নিয়মের ব্যাপারে তিনি বলেন, কোন একাডেমিক লাইব্রেরীতেই বই নিয়ে প্রবেশের নিয়ম নেই, তবে আমাদে যদি অন্য কোথাও আলাদা জায়গা দেওয়া হয় তাহলে আমরা বই নিয়ে প্রবেশের ব্যবস্থা করতে পারি।

লাইব্রেরী সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের রূঢ় ব্যবহারের ব্যাপারে তিনি জানান, লাইব্রেরীর সংশ্লিষ্ট কেউ যদি কোম শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে থাকে আমাদের জানানো হলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

লাইব্রেরীর সার্বিক বিষয়ে তিনি বলেন, ২০১২ সাল থেকে লাইব্রেরী অটোমেশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আশাকরি খুব দ্রুতই আমাদের সেই কার্যক্রম শুরু হবে। ঘরে বসে শিক্ষার্থীরা যাতে ই-লাইব্রেরী এক্সেস করতে পারে সে ব্যবস্থা করা হবে। আধুনিকায়ন হলে শিক্ষার্থীদের সমস্যা ৯০ শতাংশ কমে যাবে বলে তিনি আশা করেন। এছাড়াও শিক্ষার্থীদের লাইব্রেরীমুখী করার জন্য আমরা আগামীবছর থেকে লাইব্রেরী কতৃক ডিপার্টমেন্ট ভিত্তিক নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এর ব্যবস্থা করব।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমার সাথে এসব বিষয় নিয়ে লাইব্রেরিয়ান এর সাথে বেশ কিছুক্ষণ কথা হয়েছে, আমরা চেষ্টা করব নিয়মের মধ্যে থেকে বিষয় গুলো সমাধান করার।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, লাইব্রেরি আধুনিকায়ন কাজ অব্যাহত আছে। শিক্ষার্থীদের কেন্দ্রীয় লাইব্রেরি মুখী করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা কেন্দ্রীয় লাইব্রেরির বাজেট বাড়িয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে একাডেমিক বই কেনার ব্যবস্থা করছি৷ যার এক কপি বই থাকবে ডিপার্টমেন্টের সেমিনারে আর এক কপি থাকবে কেন্দ্রীয় লাইব্রেরিতে৷

শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরি মুখী না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন,অধিকাংশ শিক্ষার্থী বিসিএস কেন্দ্রীক হওয়ায় কেন্দ্রীয় লাইব্রেরিতে কম অগ্রসর হয়।


সর্বশেষ সংবাদ