‘বিশ্ববিদ্যালয়ের সাফল্য শিক্ষকবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর নির্ভর করে’

০৯ নভেম্বর ২০২১, ০৬:৫০ PM
খুবির একাডেমিক সভা

খুবির একাডেমিক সভা © টিডিসি ফটো

আজ মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শহিদ তাজউদ্দীন আহমদ ভবনে একাডেমিকসহ কয়েকটি বিষয় নিয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী শিক্ষাবর্ষের টার্ম, সেমিনার লাইব্রেরি, ফার্নিচার ক্রয়, শিক্ষক নিয়োগ-পদোন্নতির ক্ষেত্রে অভীন্ন নীতিমালা ও বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়টি একটি টিমওয়ার্ক। এর অনেক কিছুর সাফল্য নির্ভর করে সম্মানিত শিক্ষকবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর। এক্ষেত্রে তিনি সম্প্রতি অনুষ্ঠিত অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ, গুচ্ছ এবং ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের কথা উল্লেখ করে সকল শিক্ষকের ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতির কারণে একাডেমিক ক্ষেত্রে সৃষ্ট গ্যাপ কাটিয়ে উঠতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে নিয়মিত টার্মের পাশাপাশি এবার সম্প্রতি অনুষ্ঠিত গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণদের একটি ব্যাচ ও আগামী বছর আরেকটি নতুন ব্যাচ একই বছরে ভর্তি হবে। একাডেমিক প্রধানবৃন্দ আগামী শিক্ষাবর্ষের কোর্সলোড নিয়ে মতামত ব্যক্ত করেন। আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানগণ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসি, সিইটিএল, আইসিটি সেল, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬