অবরোধ প্রত্যাহার করলো সাত কলেজ শিক্ষার্থীরা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৫:১০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২১, ০৫:৩২ PM
বিশেষ পরিক্ষার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে৷
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকের সাড়ে ৩টায় অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা ৷ এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক।
তারা জানান, বিশেষ পরীক্ষার বিষয়ে বিবেচনা করা হবে এবং আগামীকাল বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষদের জরুরী সভা করা হবে ৷ এরপর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাতার করে নেয়৷
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান কেয়া বলেন, শিক্ষকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে, আগামীকাল সাত কলেজের অধ্যক্ষ মিলে মিটিং করবেন৷ মিটিংয়ে আমাদের পক্ষে সিদ্ধান্ত না আসলে বৃহস্পতিবার সকালে আবারও আন্দোলনে নামবো ৷
এর আগে মঙ্গলবার দুপুর একটায় বিশেষ পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা ৷ দুই ঘন্টা নীলক্ষেত মোড় অবরোধের ফলে আশেপাশেরর এলাকায় তীব্র যানজট তৈরী হয়৷