কুবিতে লোকপ্রশাসন ৯ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা

০৬ অক্টোবর ২০২১, ০৩:৩৫ PM
কুবিতে লোকপ্রশাসন ৯ম ব্যাচের বিদায়

কুবিতে লোকপ্রশাসন ৯ম ব্যাচের বিদায় © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)  লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্ন চূড়া পিকনিক রিসোর্টে বিভাগটির সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সংঠনটির সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রশিদুল ইসলাম শেখ।

প্রধান অতিথির ব্যক্তব্যে ড. মো. রশিদুল ইসলাম শেখ  বলেন, তোমরা আগে ছিলা পরিবারের ছায়াতলে আর এখন আমাদের আশ্রয় স্থলে। সামনে তোমরা আশ্রয় বিহীন হয়ে যাবে। এখন সকলের উচিত নিজের আশ্রয়স্থল গড়ে তোলা। এই জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম ও ধৈর্য রাখতে হবে। তাহলে সফল হতে পারবে।

এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. রুহুল আমিন বলেন, আজকে এই বিদায়ের দিনে একটা কথা বলার আছে। তোমরা যেখানে যাও সব সময় ভালো থেকো। আর বিশ্রাম নেওয়ার সময় শেষ, এখন কঠোর পরিশ্রম করে একটা ভালো জায়গা যাও, সেই দোয়া রইল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিউর রহমান, ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন ও জান্নাতুল ফেরদৌস, প্রভাষক মো. মাহিন উদ্দিন ও ফয়জুল ইসলাম ফিরোজ, বিভাগের সাবেক শিক্ষার্থী ও চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার সহকারী ভূমি অফিসার আমজাদ হোসেন অর্নব, একই বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি  ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬