খুবি খুলতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজের খোঁজ নিচ্ছেন উপাচার্য
সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজের খোঁজ নিচ্ছেন উপাচার্য   © টিডিসি ফটো

প্রায় দেড় বছর পর আগামী ১৮ অক্টোবর খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব আবাসিক হল। শিক্ষার্থীরা যাতে হলে ফিরে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী পান সেজন্য সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) সকালে হল খোলার আগে শেষ সময়ের প্রস্ততি দেখতে যান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এসময় উপাচার্য আগামী এক সপ্তাহের মধ্যে সব অসম্পন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। 

কাজের অগ্রগতি দেখতে উপাচার্য একে একে অপরাজিতা হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব হল, খানজাহান আলী হল, খানবাহাদুর আহছান উল্লাহ হল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব হলের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি হলগুলোতে করোনা মহামারি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন।

আবাসিক হল ছাড়াও উপাচার্য নির্মাণাধীন দশতলা ‘জয়বাংলা ভবন’, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন ও নির্মাণাধীন শহিদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের কাজের আগ্রগতি দেখতে যান।

আবাসিক হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন, প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আব্দুল জব্বার, অধ্যাপক ড. আয়েশা আশরাফ, অধ্যাপক ড. তানজিল সওগাত, অধ্যাপক ড. মোঃ ইকবাল আহমেদ ও রহিমা নুসরাত রিম্মি।

এসময় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ সংবাদ