ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণে খুশি অভিভাবকারা

ববিতে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা
ববিতে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা  © সংগৃহীত

করোনা মহামারি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ক-ইউনিটের তিন হাজার ৪২৫ জন শিক্ষার্থীর সিট পড়ে।

এবারই প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এতে সন্তুষ্ট প্রকাশ করেছে অনেক অভিভাবক।

কুয়াকাটা থেকে ভর্তি পরীক্ষা মেয়েকে নিয়ে আসা এক অভিবাবক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরূপ সিদ্ধান্ত কে সময়োপযোগী। ভর্তি পরীক্ষাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা অভিভাবক, শিক্ষার্থীদের অনেক কষ্ট লাঘব হয়েছে, খরচও কমে গেছে। সকালে কুয়াকাটা থেকে এসে এখন পরীক্ষা দিতে পারছে। শুধু ঢাকায় পরীক্ষা হলে তো এক দুদিন আগে যেতে হতো। সেক্ষেত্রে থাকা খাওয়া যাতায়াত অনেক ঝক্কিঝামেলা পোহাতে হত।

ঢাকার বাইরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করার সুফল সম্বন্ধে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি, ডিসেন্ট্রালাইজেশনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা সার্বিকভাবে উপকৃত হবে। প্রথমত তাদের আর্থিক দিক থেকে সুবিধা হবে। এছাড়া তাদের আগে যে কষ্ট হতো সেটা কিছুটা হলেও লাঘব হবে।


সর্বশেষ সংবাদ