১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনা তদন্ত করবে ইউজিসি

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ PM
১৪ শিক্ষার্থীরা চুল কাটার ঘটনা তদন্ত করবে ইউজিসি

১৪ শিক্ষার্থীরা চুল কাটার ঘটনা তদন্ত করবে ইউজিসি © ফাইল ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনা তদন্ত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে প্রতিবেদন দিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ২৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।

গত রবিবার পরীক্ষার হলে ঢোকার আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন জোর করে কাঁচি দিয়ে ওই শিক্ষার্থীদের চুল কেটে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মর্মাহত হয়ে নাজমুল হাসান তুহিন (২৫) নামের এক শিক্ষার্থী সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে, চুল কেটে দেওয়ার প্রতিবাদে সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ী অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রবির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ অনশন পালন করে।

ফারহানা ইয়াসমিন ইতোমধ্যেই সাংস্কৃতিক ঐতিহ্য ও বালাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক শিবলী আহম্মেদ। সাংস্কৃতিক ঐতিহ্য ও বালাদেশ অধ্যয়ন বিভাগ বাদ রেখে বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের চেয়ারম্যানকে নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬