তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ তালাত সুলতানা

২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯ PM
অধ্যাপক তালাত সুলতানা

অধ্যাপক তালাত সুলতানা © সংগৃহীত

তিন বছরের বেশি সময় ধরে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব সামলিয়ে আসা অধ্যাপক তালাত সুলতানার কাঁধেই অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার এ পদায়নের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত ব্যক্তিগণ পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বেতনভাতাক্রমে উল্লেখিত পদবি ব্যবহার করতে পারবেন।

অধ্যাপক তালাত সুলতানা ২০১৮ সালের মার্চ থেকে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর শেষ হয় সরকারি তিতুমীর কলেজের ২৮তম অধ্যক্ষ সাবেক অধ্যাপক আশরাফ হোসেনের মেয়াদ। তিনি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি এ পদে যোগ দিয়েছিলেন।

নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ তালাত সুলতানা ১৯৯৩ সালে ১৪তম বিসিএস দিয়ে প্রভাষক পদে গার্হস্থ্য অর্থনীতি কলেজে যোগদান করেন। তিনি ২০০২ সালে সহকারী অধ্যাপক এবং ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে সরকারি তিতুমীর কলেজে সমাজবিজ্ঞান বিভাগে যোগ দেন। কলেজে দু’বার শিক্ষক পরিষদের সদস্য নির্বাচিত হওয়া এই শিক্ষক ২০১৭ সালের সেপ্টেম্বরে অধ্যাপক পদে পদোন্নতি পান।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬