প্রধানমন্ত্রীর জন্মদিনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭ PM
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

বৃক্ষরোপণের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উপাচার্য মাহমুদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দুরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দীর্ঘজীবন কামনা করি, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও সেবা করতে পারেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন।

উপাচার্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করি। যে যার অবস্থানে থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী অবিশ্রান্তভাবে কাজ করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু প্রত্যাশা করি, যাতে তিনি দেশকে আরও এগিয়ে নিতে পারেন।

কর্মসূচীতে সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬