সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই: পিএসসি চেয়ারম্যান 

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা © টিডিসি ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হয়। তাই যথাযথ প্রশিক্ষণ নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে হওয়া ওই কর্মশালার শিরোনাম ছিলো- ‘ট্রেইনিং অন গুড গর্ভন্যান্স, অফিস এন্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট’।

অনুষ্ঠানের অনলাইনে সংযুক্ত হয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়তে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তারা সহ সকলের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন। আগামীকাল ৯ সেপ্টেম্বর কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেবেন।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬