ববিতে ৫ সেপ্টেম্বর সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু হচ্ছে
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৪:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২১, ০৫:৫৮ PM
করোনাভাইরাস মহামারির কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা ৫ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হবে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৩৪তম একাডেমিক কাউন্সিল এ সিন্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ খোরশেদ আলম।
তিনি জানান, কোন কারণে সংক্রমণ বৃদ্ধির ফলে যদি আবারও লকডাউন শুরু হয় তাহলে অনলাইনে পরীক্ষার গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে যাদের পরীক্ষা লকডাউনের কারণে স্থগিত হয়েছিল তাদের পরীক্ষা ৫ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা হবে। যাদের এখনো ফর্ম ফিলাপ হয়নি তাদের ২৯ আগস্ট থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে এবং বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সাথে সমন্বয় করে সবগুলো বিভাগেই পর্যায়ক্রমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে।