খোরশেদ আলম ও অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর © ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি একাধিক দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে বিধি মোতাবেক একটি ভাতা ও সুবিধাদি পাবেন। এ আদেশ যোগ দানের তারিখ থেকে কার্যকর হবে এবং উক্ত তারিখ পরবর্তী দায়িত্বরত ব্যক্তির (যদি থাকে) দায়িত্বের অবসান ঘটবে।
নব নিযুক্ত প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, 'ক্যাম্পাসে পড়া-লেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাননীয় উপাচার্য আমাকে প্রক্টরের দায়িত্ব দিয়েছেন তা আইন সম্মতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সহযোগিতা নিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করব।