‘জাপান লেকচার সিরিজ’ শীর্ষক দুই দিনব্যাপী ওয়েবিনারের উদ্বোধন

১১ আগস্ট ২০২১, ০৯:২৪ PM
ওয়েবিনারের উদ্বোধন করে চবি উপাচার্য

ওয়েবিনারের উদ্বোধন করে চবি উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী ‘জাপান লেকচার সিরিজ’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ ও মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স ও সেন্টার ফর এশিয়ান স্টাডিজের যৌথ উদ্যোগে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

আজ বুধবার (১১ আগস্ট) এ ওয়েবিনারের উদ্বোধন করা হয়। চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবিনারের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এশিয়ান স্টাডিজের পরিচালক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীরের সভাপতিত্ব করেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম এর সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি, জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস মি. সুজিরো উরাতা।

চবি উপাচার্য তাঁর বক্তব্যে সেন্টার ফর এশিয়ান স্টাডিজ, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ ও মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্সের উদ্যোগে এ ধরনের একটি লেকচার সিরিজ আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাপান বাংলাদেশের একটি অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। উচ্চশিক্ষা ও গবেষণায় নিজেদের জ্ঞান ভান্ডার অধিকতর সমৃদ্ধ করতে এ জাতীয় লেকচার সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপাচার্য বলেন, পাশাপাশি উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উচ্চ শিক্ষা ও গবেষণার নতুন নতুন দিক নির্দেশনা পাবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য দুদিন ব্যাপি লেকচার সিরিজের সার্বিক সাফল্য কামনা করেন।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬