আন্তর্জাতিক রিসার্চ গ্রান্ড পেলেন ববি’র ৫ শিক্ষার্থী

অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা
অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা  © ফাইল ফটো

আমেরিকান এ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট (এএপিজি) ফাউন্ডেশনের ২০২১ সালের রিসার্চ গ্রান্ড পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ শিক্ষার্থী।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসা. লাবনী, মো. সাইফুল ইসলাম ও আফরোজা মিম।

এএপিজি ফাউন্ডেশন ‘এল অস্টিন উইকস আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রোগ্রাম’ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের জিওসাইন্সের ছাত্র ও সংগঠনকে এ রিসার্চ গ্রান্ড প্রদান করে থাকে।

চলতি বছর ৪০০’র বেশি শিক্ষার্থী ও সংগঠনের মধ্যে থেকে ১৭৫ জন এ রিসার্চ গ্রান্ড পেয়েছেন।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত ফয়সাল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ। গবেষণা কাজে অবদান রাখার জন্য এটি আমার কাছে অনেক বড় সুযোগ। ভবিষ্যতেও এ ধরণের কাজের সাথে সম্পৃক্ত থেকে বিশ্ববিদ্যালয় এবং দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে চাই।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত আফরোজা মিম বলেন, দ্বিতীয় বারের মতো রিসার্চ গ্রান্ডে মনোনীত হওয়ায় আমি অনেক খুশি। শিক্ষকদের অনুপ্রেরণায় আমি এ গ্রান্ড পেয়েছি। আমার সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।


সর্বশেষ সংবাদ