বিশ্ববিদ্যালয়ের ভিসি কাণ্ড

মেয়াদের শেষ দিন পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়েন সদ্য রাবির সাবেক ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান
মেয়াদের শেষ দিন পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়েন সদ্য রাবির সাবেক ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান  © ফাইল ছবি

কখনো নিয়োগ বাণিজ্য, কখনো স্বজনপ্রীতি, কখনো দুর্নীতি-নানা কারণে বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছেন দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা৷ সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য সাবেক ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান। আজকের আয়োজনে থাকছে এমন কয়েকজনের কথা-

এম আব্দুস সোবহান
প্রথম মেয়াদে নিয়োগ পেয়ে করেছিলেন স্বজনপ্রীতি৷ মেয়ে এবং মেয়ের জামাইকে চাকরি দিয়েছিলেন৷ দ্বিতীয় মেয়াদের শেষ কর্মদিবসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ১৪১ জনকে অস্থায়ী নিয়োগ দিয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য ৷ এই নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও উপেক্ষা করা হয়েছে৷ অভিযোগ, ৫০ লাখ টাকা নিয়েছেন নিয়োগ দিতে৷

নাজমুল আহসান কলিমুল্লাহ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে নির্মাণ কাজে ইউজিসি দুর্নীতির প্রমাণ পেয়েছে৷ অভিযোগ উঠেছে, উপাচার্য চার বছরে ১৪৬০ দিনের মধ্যে রংপুরে উপস্থিত থেকে অফিস করেছেন মাত্র ১১৮ দিন৷ এছাড়া আপ্যায়ন ভাতার নামে প্রচুর অর্থ তুলেছেন৷ কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১১১টি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে৷

খোন্দকার নাসিরউদ্দিন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন ২০১৯ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন৷ তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভর্তি ফি, হল ভাড়া, ক্রেডিট ফি, চিকিৎসা ফি আদায়ের অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা৷

শহীদুর রহমান খান
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রহমান খানের বিরুদ্ধে পরিবারের সদস্যদের অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়াসহ অন্তত ১৫টি অভিযোগ আছে৷ অভিযোগ, তিনি নিজের ছেলেকে ‘অ্যাডহক’ ভিত্তিতে সেকশন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন৷ অস্বচ্ছ প্রক্রিয়ায় নিজের মেয়েকে নিয়োগ দিয়েছেন শিক্ষক হিসেবে৷ 

মো. আলাউদ্দিন
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, সম্মানী নেওয়ায় নয়ছয় করাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে৷

কামাল উদ্দিন আহাম্মদ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ আছে এই উপাচার্যের বিরুদ্ধে৷ ২০১৭ সালে চারটি অনুষদে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে ৭৫ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ অথচ ১০১ জনকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করা হয়, এর মধ্যে ২১ জনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রাখা হয়, যা ইউজিসি আইনের পরিপন্থি৷

এম রোস্তম আলী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম রোস্তম আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছিলো শিক্ষা মন্ত্রণালয়৷

ফারজানা ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজে দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে৷ অবশ্য তার আনা পাল্টা চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে শোভন-রাব্বানীকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

মো. আনোয়ারুল আজিম আরিফ
২০১৪ সালে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্যের দুর্নীতির চিত্র ফুটে ওঠে৷ তিনি একাই ২১টি পদের দায়িত্বে ছিলেন৷ এছাড়া তিন বছরে অর্থের বিনিময়ে আড়াইশ’ শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে৷ নিজের ছেলেকে অবৈধভাবে নিয়োগ, কম যোগ্যদের নেওয়া, বিজ্ঞাপিত পদের বাইরে নিয়োগ দেওয়াসহ শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের মতো স্পর্শকাতর অভিযোগ উঠে আসে প্রতিবেদনে৷

সূত্র: ডয়েচে ভেলে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence