ইবির ট্রেজারার পদে নিয়োগ পেলেন অধ্যাপক আলমগীর

ইবি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া
ইবি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। দীর্ঘ ৮ মাস শূন্য থাকার পর এ নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৫ এপ্রিল) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশােধিত আইন ২০১০ এর আইন ১২ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় নিয়োগ বাতিল করতে পারবে।

এ বিষয়ে নবনিযুক্ত ট্রেজারার আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ‘শিক্ষামন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তিটির কপি পেয়েছি।’

তিনি বলেন, ‘আগামীকাল যোগদান করবো। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের সদস্য।


সর্বশেষ সংবাদ