সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি বেরোবিতে মানববন্ধন

২২ মার্চ ২০২১, ০৩:১৫ PM
বেরোবিতে মানববন্ধন

বেরোবিতে মানববন্ধন © টিডিসি ছবি

সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার এবং চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার (২২ মার্চ) দুপুর ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, রতন সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন-বিপিডিএ নামের প্রতিষ্ঠানে ‘২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা’ শীর্ষক শিরোনামে ওই প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরে। তাই বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম, দুর্নীতি আড়াল করতে মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করে। অতিদ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।

এসময় অবিলম্বে এমন মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিপিডিএ'র সকল অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে জড়িতদের সমাজচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাব্বী হাসান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এইচ. এম. তারিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন, সরকারদলীয় শিক্ষকদের একাংশের সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, কলা অনুষদের সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ আলী, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি পোমেল বড়ুয়া, ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার, খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাহিদুজ্জামান নাহিদ, ভোরের ডাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিমেল আহমেদ, ক্যাম্পাস টুডের প্রতিবেদক রবিউল হাসান সাকীব, আজকের বাংলাদেশের প্রতিবেদক শিহাব মন্ডল।

এছাড়াও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবু প্রমুখ।

ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬