আধুনিক ওয়েবসাইট পাচ্ছে কুবি, ব্যয় ১০ লাখ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১১:১৮ AM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২১, ১১:১৮ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান ওয়েবসাইট বাতিল করে নতুন করে পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্রকাশ করার হবে। এর জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, আমরা নতুন ওয়েবসাইটের জন্য লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখকে প্রধান করে একটা কমিটি গঠন করেছি। এই কমিটি সফটওয়্যার ফার্মগুলোর সঙ্গে আলোচনা করে একটি আধুনিক ওয়েবসাইট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।
বর্তমান ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থীদের জন্য তথ্য, বিশ্ববিদ্যালয়ের পোর্টফলিও কিংবা বিভাগের নোটিশ কোনো কিছুই পর্যাপ্ত পরিমাণে নেই। এ নিয়ে নানা সময় শিক্ষার্থীরা তাদের হতাশার কথা জানালেও ওয়েবসাইটের পরিবর্তন আনা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে দেখা যায়, বিজ্ঞান অনুষদ ও ব্যবসা শিক্ষা অনুষদের কিছু বিভাগে কোন বিষয়গুলো পড়ানো হবে দেয়া থাকলেও বেশিরভাগ বিভাগে শুধু লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেই লেখা রয়েছে। অনেক বিভাগে স্নাতকোত্তরের কোর্স চলমান থাকলেও নেই সে বিষয়ে কোনো তথ্য। বিভাগের নোটিশ বোর্ডগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের নোটিশ না থাকলেও উইকেন্ড/ইভেনিং এম.এ/এমবিএর নোটিশ রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাতিব হাসান মুরাদ বলেন, আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করলে শুধু কয়েকটা ফ্যাকাল্টি আর মেম্বারদের তথ্য পাই, গুরুত্বপূর্ণ নোটিশ বা তথ্য যথাসময়ে পাচ্ছি না। একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরও সহজলভ্য ও তথ্যবহুল হওয়া দরকার।
ওয়েবসাইটে তথ্যের অপর্যাপ্ততা ও সীমাবদ্ধতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান বলেন, আমরা যুগোপযোগী একটা ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া শুরু করেছি। এরইমধ্যে কয়েকটা সফটওয়্যার ফার্মকে চিঠি পাঠানো হয়েছে। তাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা চলছে। অতি অল্প সময়ের মধ্যে আমরা নতুন ওয়েবসাইটটি সবার কাছে পৌঁছে দিতে পারব বলে আশা করছি।
লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ বলেন, কন্টেন্ট রেডি করে দেশের স্বনামধন্য ১০টি কোম্পানিকে আমরা চিঠি দিয়েছি। কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সামনে এটা প্রদর্শন করবে। সেখান থেকে তিনটি বাছাই করব। এরপর সেই তিনটির থেকে সবচেয়ে ভালো যেটা হবে, সেটাই আমরা সিলেক্ট করে তাদেরকে কাজ দিব। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত এর সময় নির্ধারণ করা হয়েছে।