ইবিতে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শীতকালীন ছুটি শেষে এ পরীক্ষা নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শর্তসাপেক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলেও আবাসিক হল খোলা হচ্ছেনা। তবে বিভাগ চাইলে আবাসিক হল বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, শর্তবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে চাইলে অগ্রাধিকারেরভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগীয় অ্যাকাডেমিক ও পরীক্ষা কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্যবিধি মেনে শীতকালীন ছুটি শেষে এসব পরীক্ষা নেয়া হবে।

আগামী ২৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। যা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। ৪ জানুয়ারি থেকে আবার যথারীতি অফিসসমূহ চালু হবে।


সর্বশেষ সংবাদ