২৭ ডিসেম্বর থেকে বেরোবিতে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা

১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন বিভাগের অনার্স এবং মাস্টার্স ফাইনাল সেমিস্টারের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পরীক্ষা নেওয়া সংক্রান্ত যাচাই বাছাই কমিটির সভার সুপারিশ অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান জানান, যেসব বিভাগের অনার্স চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার এর পরীক্ষা বাকি আছে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো ২৭ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। এসব পরীক্ষা নির্বিঘ্ন করার লক্ষ্যে ইতোমধ্যে শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার দাবীতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ অডিও ফোনকলে সংযুক্ত হয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের মাধ্যমে সার্কুলার হওয়া ৪৩তম বিসিএসের পরীক্ষায় অংশগ্রহণ করানোর আশ্বাস দিয়েছিলেন।

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬