পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানতে বেরোবি প্রশাসনকে শিক্ষার্থীদের চিঠি

৩০ নভেম্বর ২০২০, ০১:৪৪ PM
স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নিতে প্রশাসনের আশ্বাসের সর্বশেষ অবস্থা জানতে আজ বেরোবি প্রশাসনকে চিঠি দেন শিক্ষার্থীরা

স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নিতে প্রশাসনের আশ্বাসের সর্বশেষ অবস্থা জানতে আজ বেরোবি প্রশাসনকে চিঠি দেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে প্রশাসনের আশ্বাসের সর্বশেষ অবস্থা জানতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনকে চিঠি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপাচার্য দপ্তর এবং প্রক্টর অফিসে এ চিঠি দেন তারা।

চিঠিতে তারা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালনকালে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় মুখপাত্র তাবিউর রহমান প্রধানসহ সহকারী দুজন প্রক্টর এসে আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচী তুলে নেই। পরে সেদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেয়। এরই প্রেক্ষিতে আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চাই।’

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মারুফ ভুঁইয়া বলেন, ‘আমরা তাদের আশ্বাসের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। যদি তারা এ বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে দুদিন পরে তৃতীয় দিন থেকে আমরা তীব্র আন্দোলনে যাবো।’

আর চিঠি প্রাপ্তির বিষয়ে উপাচার্যের পিএস আমিনুর রহমান বলেন, ‘দুপুরে শিক্ষার্থীরা একটি চিঠি দিয়েছেন। আমরা উপাচার্যকে বিষয়টি অবগত করবো।’

এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে দেওয়া চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল আমি ইউজিসিতে ফোন দিয়েছিলাম। তারা আমাদের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছে। এখন তারা (ইউজিসি) এর জবাব দিলেই আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর দুুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে পার্কের মোড়ে পরীক্ষা নেয়ার দাবিতে ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ শুরু করেন একদল শিক্ষার্থী। পরে প্রশাসনের আশ্বাসে এ অবরোধ তুলে নেন তারা।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬