ইবির তিন সহকারী প্রক্টরকে পুনরায় নিয়োগ

২৪ নভেম্বর ২০২০, ০৯:০৬ PM
পুনরায় নিয়োগ পাওয়া ৩ সহকারী প্রক্টর

পুনরায় নিয়োগ পাওয়া ৩ সহকারী প্রক্টর © টিডিসি ফটো

পুনরায় নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন সহকারী প্রক্টর। আগামী ১ বছরের জন্য তাদেরকে পুনঃনিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়া এই তিন সহকারী প্রক্টর হলেন- ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান, ডেভলপমেন্ট স্টাডিস বিভাগের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে জুলাই সহকারী প্রক্টর হিসাবে নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদেরকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ৩০ হাজা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬