প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইবি কর্মকর্তাদের ৫ লক্ষ টাকার চেক

২০ অক্টোবর ২০২০, ০৫:৪০ PM
উপাচার্যের কাছে চেক হস্তান্তর ইবি কর্মকর্তা সমিতির

উপাচার্যের কাছে চেক হস্তান্তর ইবি কর্মকর্তা সমিতির © টিডিসি ফটো

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের জন্য ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি।

মঙ্গলবার (২০ অক্টোবর ) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক আব্দুস সালামের নিকট এ চেক হস্তান্তর করেন তারা।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভার.) এস. এম আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আকতার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মহামারী করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য কর্মকর্তা সমিতির কর্মকর্তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের জন্য উদ্যোগ নেয়। যেটার সমপরিমাণ অর্থ ৫ লক্ষ টাকা।

কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, আমরা উদ্যোগটি আগে নিলেও টাকা হস্তান্তর করা হয়নি। আজকে নবনিযুক্ত উপাচার্যের কাছে আমরা চেক হস্তান্তর করেছি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম কর্মকর্তা সমিতির এই মহতী কাজের জন্য সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬