ইসালামী বিশ্ববিদ্যালয়ে কোন সমস্যা থাকবে না: নবনিযুক্ত উপাচার্য

নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগের সাবেক কর্মীরা
নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগের সাবেক কর্মীরা  © টিডিসি ফটো

ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম বলেছেন, ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান করা হবে। এখানে কোন সমস্যা বাকি থাকবে না। এরজন্য আমাকে সময় দিতে হবে। যথাযথ প্রক্রিয়ার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার টেকসই সমাধান করা হবে।

উপাচার্য হিসাবে নতুন যোগদানের পর রবিবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডে-লেবারে কাজ করা সাবেক ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে সেগুলো যথাযথ প্রক্রিয়ার মধ্যদিয়েই সমাধান করা হবে। এগুলোর সমাধান করতে না পারলে কয়দিন পর আপনারাই আমাকে গদি ছেড়ে দেয়ার কথা বলবেন। তিনি বলেন, আমি প্রত্যাশা করি যারাই যখন যে দায়িত্বে আসবেন; কোন দায় রেখে যাবেন না। দীর্ঘদিনের রেখে যাওয়া সমস্যার সমাধান খুব সময় সাপেক্ষ ব্যাপার।

এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। বেলা সাড়ে বারোটার দিকে ডে-লেবারে কাজ করা সাবেক ছাত্রলীগের নেতারা দলীয় ব্যানারে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্চা জানান। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

এসময় ছাত্রলীগ কর্মীরা উপাচার্যকে বলেন, সদ্য সাবেক উপাচার্য তাদের ডে-লেবার হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেন। তাদের স্থায়ী নিয়োগের জন্য সাবেক প্রশাসনের কাছে গেলে তাদেরকে বারবার আশস্ত করা হলেও তাদের স্থায়ী চাকরির ভিত্তিতে নিয়োগ দেয়া হয়নি। এসময় নবনিযুক্ত উপাচার্য তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালামকে ইবি উপাচার্য হিসেবে নিয়োগ দেন।


সর্বশেষ সংবাদ