ফেসবুকে সাংবাদিকদের ব্লক দিলেন ভিসি, বললেন— ব্যক্তিগত একাউন্টে যা ইচ্ছা করব

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান
উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি তাদেরকে ‘মিসকিন এবং নিজেদের আত্মমর্যাদা’ নেই বলে মন্তব্য করেন। উপাচার্যের দেওয়া বিতর্কিত বক্তব্যের সংবাদ পরিবেশ করায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে অভিযোগের বিষয়ে উপাচার্য বলেছেন, ‘এটা তার ব্যক্তিগত একাউন্ট। সেখানে তিনি যা ইচ্ছে হবে সেটাই করবেন’।

এর আগে গতকাল বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে শিক্ষার্থীদের মেস ও বাড়ি ভাড়া সংকট নিয়ে কথা বলেন জবি উপাচার্য। এসময় তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপাচার্যকে তার বক্তব্য প্রত্যাহার ও তার পদ থেকে পদত্যাগের দাবি তোলেন।

এদিকে গতকাল রাতে উপাচার্য তার নাতির একটি চিত্রাঙ্কণ ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে কিছু শিক্ষার্থীরা মেস ও বাড়ি ভাড়া সংকট নিয়ে তাদের দুঃখ-দুর্দশা এবং দাবিগুলো কমেন্টে তুলে ধরেন। এসময় উপাচার্যের পোস্টে মন্তব্য করা শিক্ষার্থীদেরও ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ তাদের।

আরাফাত আমান নামে এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকদের কাছে বেফাঁস মন্তব্যের পরেও কমেন্ট সেকশনে গিয়ে সুন্দরভাবে আমাদের সংকটের কথা বলি। এবং সংকট থেকে উদ্ধারের জন্য আবেদন জানাই। কিন্তু তার কিছুক্ষণ পরেই উপাচার্য স্যার আমাকে ব্লক করে দেন।

দেখুন: ক্যাম্পাস খুললে শিক্ষার্থীদের বাড়িভাড়া নিয়ে কাজ করবে জবি

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যক্তিগত একাউন্টে যা ইচ্ছা আমি সেটাই করব। আমার নাতির পোস্টে যারা কমেন্ট করেছে তাদের কালচারাল লেভেল নিয়ে আপনি প্রশ্ন তুলুন, তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কী জন্য কমেন্ট করেছে।

সাংবাদিকদের ব্লকের বিষয়ে তিনি বলেন, ব্লক করেছি খুব ভালো করেছি। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দরকার হলে তারাও আমাকে ব্লক করুক।


সর্বশেষ সংবাদ