এবার করোনায় আক্রান্ত তিতুমীর কলেজের এক ছাত্র
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০২০, ০৪:৫১ PM , আপডেট: ০২ মে ২০২০, ০৪:৫১ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী রেডিও আমারের একজন সংবাদকর্মী।
জানা যায়, জ্বর ও হালকা উপসর্গ থাকায় ২৮ এপ্রিল তিনি করোনা টেষ্ট করতে নমুনা প্রদান করেন। আজ তার রেজাল্ট পজেটিভ আসে। আপাদত বাসায় থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে আছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যাবেন।
বাসাবো কাউন্সিলর চিত্তরঞ্জন দাস বলেন, আমি শুনেছি এবং তার খবরও নিয়েছি। তার শারিরিক অবস্থা ভালো থাকায় বাসায় আইসোলেশনে থাকতে বলেছি। তবে যেকোনো সময় হাসপাতালে নিতে হলে বা যেকোনো প্রয়োজনে আমি তার পাশে আছি।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন জানান, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর পাশে আছি। যেকোনো সাহায্য সহযোগিতা লাগলে আমরা তার ব্যবস্থা করবো। আশা করছি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
এছাড়া এর আগে গত ১৮ এপ্রিল শনিবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে নমুনা দেখা দিলে ওই শিক্ষার্থী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।