ইবির বিএড-এমএড ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৪:৪৭ PM , আপডেট: ০৬ মার্চ ২০২০, ০৪:৫০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড,এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২ টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইআইইআর’র অফিস সূত্রে জানা যায়, এবছর এমএড এ ৫০ টি আসনের বিপরীতে ৫০ জন এবং বিএড এ ৭৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১০ জন শিক্ষার্থী। এছাড়া ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে ৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩০ জন।
এ বিষয়ে আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। কোন প্রকার জালিয়াতি ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল আজ (শুক্রবার) সন্ধ্যায় প্রকাশিত হবে । এছাড়া পরীক্ষার ফল ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।