জাককানইবিতে ‘এশিয়ান স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফোকলোর বিভাগের আয়োজনে ‘এশিয়ান স্টাডিজ ২০২০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চেক প্রজাতন্ত্রের পালাসকি বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ওলাফ গুয়েনথার।

এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ ও মোহাম্মদ মেহেদী উল্লাহ। সেমিনারে স্বাগত বক্তব্য প্রধান করেন বিভাগের প্রভাষক নিগার সুলতানা। সেমিনারে সঞ্চালনা করেন মৌ রানী কর্মকার ও সুমাইয়া নাসরীন ঐশী।

‘ফিল্ড টু টেক্সট’ শিরোনামে প্রধান আলোচক ড. ওলাফ এশিয়ান স্টাডিজ বিষয়ের বিবিধ বিষয়ে আলাচনা করেন। সেমিনারে ফোকলোর বিভাগসহ অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ