কর্তৃপক্ষের ‘মিথ্যা আশ্বাস, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

২৬ জানুয়ারি ২০২০, ১২:৪২ PM

© টিডিসি ফটো

পরিবহন সংকট, বিভিন্ন নিয়োগে অস্বচ্ছতা, আবাসন সংকট সহ নানান সমস্যা সমাধানে দেয়া প্রতিশ্রুতি না রক্ষা করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় পরিবহণ সংকট, উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী বাস না দেওয়া, প্রকট হারে আবাসন সংকট, চাকরি নিয়োগে অনিময়ের অভিযোগ, মসজিদ-মন্দিরের নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মুলফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

1 (13)

এর পরে তারা নানা স্লোগান দিতে দিতে অবস্থান নেয় জয় বাংলা চত্ত্বরে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে জড়ো হতে থাকে। “প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও” নানা স্লোগানে মুখরিত করেছে জয়বাংলা ভাস্কর্য চত্ত্বর।

এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতবছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৪টি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পেলাম না। অবশ্য শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও আদতে বাস্তবায়ন করার কোনো দৃশ্যমান কিছুই দেখা যায়নি। দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ চলমান। প্রায় দু বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেন নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬