ইবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৬ জানুয়ারি

১৭ জানুয়ারি ২০২০, ১১:৪৫ AM

© টিডিসি ফটো

চলতি মাসের ২৬ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

শুক্রবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

তিনি বলেন, নতুন বর্ষের সকল ভর্তি কার্যক্রম আগামী ২৬ জানুয়ারি শেষ হবে। ওইদিন থেকেই প্রতিটা বিভাগে নির্ধারিত সময়ানুযায়ী ক্লাস শুরু হবে।

এছাড়া আগামী ৩ ফ্রেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৪-৬ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তি সুযোগ পেয়েছেন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬