ইবিতে পরিষ্কারের নামে চলছে সবুজনিধণ অভিযান
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৬:১৭ PM , আপডেট: ০২ নভেম্বর ২০১৯, ০৬:১৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণী প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর। আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। আর এ অভিযানের নামে চলছে সবুজনিধণ ও পরিবেশ দূষণের কাজ।
ক্যাম্পাস সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় ক্রিকেট মাঠ, ছাত্রী হল সংলগ্ন পেয়ারা তলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও পুকুর পাড় এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সবুজ ঘাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে সবুজ ঘাস যেমন পুড়ে যাচ্ছে, পাশাপাশি ধোয়া তৈরি হয়ে ছড়িয়ে পড়ছে চারদিকে।
একইসাথে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফেলা ময়লা-আবর্জনা জড়ো করে সেখানে আগুন লাগিয়ে দেওয়ায় ময়লার স্তুপ পুড়ে কালো ধোয়ার তৈরী হচ্ছে। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মত একটি জায়গায় ময়লা-আবর্জনার সুনির্দিষ্ট নিষ্কাশন ব্যবস্থা থাকা দরকার। কিন্তু তার পরিবর্তে এখানে ময়লা-আবর্জনা পুড়িয়ে ধোয়া তৈরী করা হচ্ছে। যেটি মোটেও স্বাস্থ্যসম্মত নয়।’
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে ক্যাম্পাসে এ পরিষ্কার অভিযান শুরু হয়েছে। এতে প্রতিদিন দিন প্রায় ৮০ জন কর্মচারী কাজ করছেন। এছাড়া গত ২৬ তারিখ থেকে পাচঁটি অত্যাধুনিক ম্যাশিনের সাহায্য জঙ্গল ও ঘাঁস কাটা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’র বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক বিপ্লব তির্কী বলেন, ‘সবুজ ধ্বংস কারা পৃথিবীর জন্য হুমকি। সবুজ ঘসে আগুন কোন ভাবে মেনে নেওয়া যায় না। এ থেকে যে ধোঁয়া তৈরী হচ্ছে তা সবার জন্য ক্ষতিকর। আমি এ কাজের প্রতিবাদ জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় এস্টেট শাখার প্রধান সাইফুল আলম এ বিষয়ে বলেন, ‘কে বা কারা ঘাসে অগুল লাগাচ্ছে আমার জানা নেই। আমরা মেশিনের সাহায্য জঙ্গল ও ঘাস কেটে পরিষ্কার করছি।’