‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশক্তি রুখতে ছাত্রলীগ যথেষ্ট’

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৭ PM
আনন্দ র‌্যালি

আনন্দ র‌্যালি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালী ও সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশক্তি রুখতে ছাত্রলীগ যথেষ্ট।

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তাই শেখ হাসিনার দীর্ঘায়ু পারে বাংলাদেশকে উন্নয়নের চূড়ান্ত শিখায় পৌছাতে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। অপশক্তি রুখে দিতে ছাত্রলীগই যথেষ্ট।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা মোড় থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়ন করা একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। যা ইতিমধ্যেই সমগ্র বিশ্ববাসীর কাছে পরিলক্ষিত হয়েছে। আমাদের প্রাণের নেত্রী সুস্থ ও সফলতার সাথে দীর্ঘজীবী কামনা করি, এটাই দোয়া করি মহান সৃষ্টিকর্তার কাছে।

আনন্দ র‍্যালীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশনেন।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬