নজরুল বিশ্ববিদ্যালয়ে নাটক ‘ইনডেমনিটি’ মঞ্চস্থ

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ বেদীতে মঞ্চায়িত হয়েছে নাটক ‘ইনডেমনিটি’। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন নাটকটির উদ্বোধন ঘোষণা করেন।

ওয়ান বাংলাদেশ কর্তৃক প্রযোজিত নাটকটির রচয়িতা মান্নান হীরা এবং নির্দেশনায় ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অভিনয় করেছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অভিনয় শাখার শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে নির্দেশক ড. মো. কামাল উদ্দীন বলেন, ‘ইনডেমনিটি’ কালো অধ্যায়টিকে পথনাটক আকারে উপস্থাপন করা হয়েছে। নাটকের উদ্দেশ্য অনুযায়ী অনেকগুলো সাংকেতিক নাম ও ঘটনার উল্লেখ আছে এ নাটকে। অভিনয়ে বর্ণনাত্মক ও চরিত্রাভিনয় উভয় রীতির সংমিশ্রণ লক্ষণীয়।

তিনি বলেন, সঙ্গীত, বাদ্য, নৃত্য, সংলাপ হচ্ছে এই নাটকের প্রাণ। আমি আশাকরি এই নাটকের মাধ্যমে তরুণ প্রজন্ম বিশেষত আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের ইনডেমনিটি নামক কালো অধ্যায়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণ লাভ করবে।


সর্বশেষ সংবাদ